class='container'> Skip to main content

Best Gaming Chair 2023

  Gamers spend hours sitting in front of their screens, and this can take a toll on their health. A good gaming chair can make a world of difference in terms of comfort, support, and overall gaming experience. There are many different gaming chairs on the market, but it can be challenging to determine which one is the best for you. In this article, we'll take a deep dive into the best gaming chairs on the market, looking at features, comfort, design, and more. Features of a Good Gaming Chair: When it comes to choosing the best gaming chair, there are several features to consider. These include the chair's adjustability, lumbar support, headrest, armrests, and overall design. Let's take a closer look at each of these features. Adjustability: A good gaming chair should be highly adjustable to fit your body and playing style. Look for chairs that allow you to adjust the height, tilt, and recline of the chair. Some chairs also have adjustable armrests and footrests, which can p
======================গ্রাফিক্স কার্ড কী?----------------

গ্রাফিক্স কার্ড হল মাদারবোর্ড এর সাথে সংযুক্ত এমন একটি ডিভাইস যেটা এক বা একাধিক মনিটরে দেখার জন্য ভিডিও আউটপুট তৈরী করে, এবং অন্যান্য ডিভাইস যেমন ক্যাপচার কার্ড, টিভি, হোম থিয়েটার, মিউজিকসিস্টেম ইত্যাদি এ ভিডিও দেখানোরকাজে সাহায্য করে। আজকাল গ্রাফিক্স কার্ড এর সাথে ইন্টিগ্রেটেড সাউন্ড ডিভাইস থাকে। ফলে ভিডিও এর পাশাপাশি অডিও আউটপুটও পাওয়া যায়।

গ্রাফিক্স কার্ডে কী কী থাকে?---------------------------

কোর ক্লক: আগেই বলেছি যে এটা ভিডিও আউটপুট দিয়ে থাকে। এই কাজের জন্য সকল গ্রাফিক্স কার্ডে থাকে একটি ‘কোর ক্লক’ যেটা মাদারবোর্ড এর আসল প্রসেসরের মতই কাজ করে এবং নিজস্ব ফ্রিকোয়েন্সি রয়েছে। এটাকে বলা হয় GPU বা Graphics Processing Unit. এর স্পীড ২৫০ মেগাহার্টজ থেকে ৪ গিগাহার্টজ পর্যন্ত হয়ে থাকে। এই GPU যেকোনছবিকে প্যারালাল পদ্ধতিতে পিক্সেলের পর পিক্সেল আকারে সাজিয়ে ছবি তৈরী করে। পিক্সেল (Picture থেকে Pix আর Element থেকে el নিয়েই Pixel) হল যেকোনো ছবির ক্ষুদ্রতম অংশ যার নিজস্ব বৈশিষ্ট্য আছে, এবং তা লাল, নীল আর সবুজ ডট বা ফোঁটার সমন্বয়ে গঠিত।

গ্রাফিক্স কার্ডের কতগুলো বিষয় যা দেখে কিনবেন ------------------------------ -------------------


ট্রানজিস্টর সংখ্যা: কার্ডে যত বেশি ট্রানজিস্টর থাকবে, নয়েজ তত কম হবে, ভিডিও তত বেশি ভালোভাবে ফিল্টার হবে।

ক্লক স্পীড: এটা যত ভালো এবং বেশি হবে তত ভাল পারফরমেনস পাবেন। এটার দিকে নজর দিন।

মেমরি: এটাও আগে আলোচনা করেছি। এখন ১ জিবি থেকে ৪ জিবি পর্যন্ত কার্ড পাওয়া যাচ্ছে। আপনার কাজের ধরন অনুযায়ী দেখুন কোনটা লাগে।

মেমরি টাইপ: DDR, DDR2, GDDR3, GDDR4, নাকি GDDR5 তা দেখে নিন। যত ভালো হবে, তত ভালো পারফরমেন্স পাবেন। অবশ্য GDDR5 এর দাম একটু বেশি। জেনে রাখুন যে আপনার মাদারবোর্ড এর র্যাম DDR2 না DDR3 তার সাথে এটার কোন সম্পর্ক নেই।

বাস স্পীড: মেমরি বাস হল প্রসেসরটি একবারে কতটুকু ডাটা নিয়ে কাজ করে। বাস বেশি হলে খুব দ্রুত আউটপুট পাবেন। আবার বাস খুব বেশি হলে পাওয়ার খরচ তো বেশিহবেই, তার উপর আপনার মনিটর ছোট হলে বাস অব্যাবহৃত থাকবে।

পিসিআই ভার্সন: আপনার মাদারবোর্ডএর স্লট কোনটি তা দেখে কিনবেন। ধরুন আপনার PCIe x8, কিন্তু আপনি PCIe x16 2.0 কিনে আনলেন। তাহলে সেটা কাউকে দিয়ে দেওয়া ছাড়া উপায় নেই।

ডিরেক্ট এক্স সাপোর্ট: ডিরেক্ট এক্স হল মাইক্রোসফট এর অনন্য সংযোজন। নতুন নতুন হার্ডওয়্যার,ভিডিও এক্সিলারেশানের জন্য এটি অপরিহার্য। এর নতুন ভার্সন ১১। তাই গ্রাফিক্স কার্ড নতুন ভার্সনএর ডিরেক্ট এক্স সাপোর্ট করে কিনা দেখে নিন।

পিক্সেল শেডার: ভিন্ন মাত্রার পিক্সেল এবং আলোর তুলনামূলক প্রসেসিং এবং বৈশিষ্ট্য তুলে ধরতে পিক্সেল শেডার প্রয়োজন। আপনার গ্রাফিক্স কার্ড কত সাপোর্ট করে তা দেখে নিবেন। বর্তমানে এর ৫ ভার্সন রয়েছে।

ওপেন জি-এল: এটি হল ভিডিও প্রসেসিং-র জন্য অসংখ্য লাইব্রেরি ফাংশনের সমাহার, যেটা আউটপুটকে আরো দ্রুততর করে। কেনারসময় এটা সাপোর্ট করে কিনা এবং কতভার্সন তা দেখে নিবেন।

অ্যান্টি-অ্যালাইজিং: এটা ব্যাবহার করে ছবির ফেটে যাওয়া বা ঘোলাটে ভাব দূর করা যায়। বিভিন্ন গেম ও অ্যাপ এ এটা খুবই ব্যাবহৃত হয়। তাই এই ফিচার আছে কিনা দেখে নিন।

ম্যাক্স আউটপুট: আপনার মনিটর যদি ১৬০০ বাই ১২০০ রেজোলিউশানের হয় তাহলে নিশ্চয়ই ১০২৪ বাই ৭৬৮ আউটপুটের গ্রাফিক্স কিনবেন না। বর্তমানে সব কার্ডের আউটপুট ১৬০০বাই ১২০০ থেকে ২৫৬০ বাই ১৬০০ এর মাঝে। তাই এটা আপাতত অত ভাবনার বিষয় না।

পাওয়ার ফ্যাক্টর: কার্ডটি কত ওয়াট সাপ্লাই চায় তা দেখুন। প্রয়োজনীয় পাওয়ার দিতে না পারলে কাজ করতে যেয়ে আটকে যাবে। ক্ষতিও হতে পারে। সাধারনত ৪০০ থেকে ৮০০ ওয়াট সাপ্লাই দরকার। লাগলে আপনার পিএসইউ আপডেট করুন।

মাল্টি আউটপুট: আপনি যদি একসাথে দুই বা ততোধিক মনিটরে দেখতে চান তাহলে এটা আপনার দরকার। খেয়াল করে দেখবেন যে প্রায় সব কার্ডেই দুই বা তিনের বেশি পোর্ট থাকে। এগুলো দেওয়া হয় যেন একই সাথে সকল মনিটরে দেখা সম্ভব হয়।

রিফ্রেশ রেট: আউটপুট কত রেটে পাবেন, অর্থাৎ মনিটরে কত হার্টজে ভিডিও আসবে তা দেখে নিন। এর ডিফল্ট মান ৬০। তবে সিআরটি মনিটরে ৬০ এর নিচে দাগ বা ফ্লিকিংদেখা যায়। কিছু মনিটর ৭৫ হার্টজ এর নিচে দেখাতে সক্ষম না। তাই আপনার মনিটর এর জন্য কোনটা দরকার তা দেখে নিবেন।

 মাল্টি-জিপিইউ: এটা ডাই-হার্ড গেমারদের জন্য। যদি একটা ভিডিও কার্ড নিয়ে আপনার মন না ভরে তাহলে একের বেশি কার্ড লাগানো সম্ভব এরকম কার্ড কিনুন। আর সেই সাথে মাল্টি-জিপিইউ সাপোর্ট করে এরকম মাদারবোর্ডও কিনতে হবে আপনাকে। এনভিডিয়া আর এএমডি দুটাই মাল্টি-জিপিইউ সিস্টেম সাপোর্টেড চিপ তৈরী করে।

এনার্জি সেভিং: আপনার চিপটি কাজের পাশাপাশি দূর্ণীতি করে আপনার বিদ্যুৎ বিল উঠাচ্ছে কিনা তার দিকে খেয়াল রাখবেন। এই জন্য এনার্জি স্টারের রেটিং দেখে কার্ড কিনুন।

সফটওয়্যার সাপোর্ট: আপনি যে সিস্টেম এ কাজ করেন সেই সিস্টেমে কার্ড এর ড্রাইভার পাবেন কিনা তা দেখে নিন। এখন এএমডি উইন্ডোজ, লিনাক্স আর ম্যাকের জন্য অফিসিয়ালি ড্রাইভার দিচ্ছে। তাই পছন্দ আপনার।

Comments

Popular posts from this blog

The Games which will run on 1GB Ram and without Graphics Card By SHOVONUR on Sunday, September 14, 2014 at 11:09pm > Assassins Creed (2007) (2GB Ram) > Assassins Creed II (2GB Ram) > Farcry (2004) > Farcry 2 (2GB Ram) > Call of Duty (2003) > Call of Duty : United Offensive > Call of Duty 2 (2GB ram) > Call of Duty 4 : Modern Warfare (2GB ram) > Need For Speed II SE > Need For Speed III > Need For Speed IV > Need For Speed Porche Unleased > Need For Speed Hot Persuit2 > Need For Speed Underground > Need For Speed Underground 2 > Need For Speed Most Wanted (2005) > Need For Speed Carbon (2GB ram) > Need For Speed Prostreet (2GB ram) > Need For Speed Undercover (2GB ram) > GTA III >GTA Vice City > GTA Vice City Bangla > GTA San Andreas > Serious Sam > Serious Sam TSE > Serious Sam II > Battlefield 1942 > Devil May Cry 3 > Transformars - The Game > Terminatior 3 &g

ADD YOUR PC BUILD HERE

Please post your pc specs in the following manner. It shall be used for educational and non-advertisement purposes. And similar shit. I just wanna know what you guys have! :) ... Owner Name: Aashid ps RIG NAME: Echo  MOTHERBOARD: Gigabyte B85M-D3H RAM: 8GB DDR3 1333 Mhz , 4GBx1, 2GBx2 CPU:INTEL  C i5-4440 @ 3.10Ghz GPU:  Asus Nvidia GeForce GTX 750 Ti 2GB GDDR5 HDD: WD GREEN 1TB ,External Sony Hd-E1 1TB SSD: No CABINET:FOXIN ULTRA CASING 5 SERIES FC-5632 (BLACK) COOLING: 2 extra cooling fans :P ... My Rig: iHirasawa Motherboard: Msi 970A-G43 RAM: Kingston 8 GB . 4GBx2. 1600mhz dual channel CPU: AMD FX-8350 Black Edition. Stock clock at 4.0Ghz GPU: Nvidia GeForce GTX 760 OC edition. HDD: WD CB 1TB SSD: Nope. ... Owner Name : S.Sadman Z. Arnab RIG NAME: TORONADO 3.2 MOTHERBOARD: Asus ROG Maximus V gene RAM: Corsair Vengeance 2100Mhz 4*2 8GB  CPU: intel Ci5 3570k Clocked @ 4.8Ghz Cooled by Thermaltake Water pro 3.0 GPU: Asus G

Avaliable INTEL Processors in Bangladesh V2.0 (ABM)

Avaliable INTEL Processors in Bangladesh V2.0 (ABM) By SHUVONUR on Sunday, April 27, 2014 at 11:03pm সম্পূর্ণ ডকটি আশিক নামক এক অজ্ঞের তৈরী।।। INTEL Processor s list (available in BD) INTEL PDC G1610 2.60GHz TK 3,800 INTEL PDC G2010 2.8GHz Tk 4,100 INTEL PDC G2020 2.9GHz TK 4,400 INTEL PDC G3220 3.3Ghz TK 5,600 INTEL PDC G630 2.7GHz TK 4,800 INTEL PDC E5200 2.50GHz TK 4,900 INTEL Bulk PDC G2010 2.8GHz Tk 5,000 INTEL PDC G645 2.9GHz TK 5,200 INTEL Core i3-2100 3.10GHz Tk 8,000 INTEL Core i3-3210 3.20GHz TK 8,800 INTEL Core i3-3220 3.30GHz Tk 9,000 INTEL Core i3-3240 3.4 GHz Tk 9,200 INTEL Core i3 4130 3.4Ghz TK 9,400 INTEL Core i3-540 3.06 GHz Tk 9,500 INTEL Core i3-2120 3.30G